Header Ads

Header ADS

২২ নভেম্বর আসছেন 'নেপোলিয়ন'


জোকার এর অভূতপূর্ব সফলতার পর এবার নেপোলিয়ন হয়ে পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন একাডেমি পুরষ্কার বিজয়ী অভিনেতা জোয়াকিন রাফায়েল ফিনিক্স। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকায়ও রয়েছেন তিনি। 

এপেল স্টুডিওস এর ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন রাইডলি স্কট। এর আগে স্কটের মুক্তিপ্রাপ্ত ছবি গ্ল্যাডিয়েটর ২, কিংডম অফ হ্যাভেন, ১৪৯২:কনকুয়েস্ট অফ প্যারাডাইস দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় আগামী ২২ নভেম্বর সারা বিশ্বে একযোগে পর্দা কাঁপাতে আসছে নেপোলিয়ন। ছবিটির আনুমানিক বাজেট ধারণা করা হচ্ছে ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। 


বিতর্কিত ফরাসী সম্রাট নেপোলিয়ন ২য়’র জীবন থেকে নেয়া হয়েছে ছবিটির প্লট। ঐতিহাসিক এই চরিত্রে ফিনিক্সকে দেখতে মুখিয়ে আছে তার ভক্তরা।


২ ঘণ্টা ৩৭ মিনিট দীর্ঘ এই ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বব্যাপী চলচ্চিত্রপ্রেমী দর্শক ও সমালোচক। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.